× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

রামগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মীকে গলা কেটে হত্যাচেষ্টা

বাংলারজমিন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২১, বুধবার

লক্ষ্মীপুরের রামগঞ্জে মো. মিন্টু নামের এক পরাজিত প্রার্থীর কর্মীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে বিজয়ী প্রার্থীর লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলার ৭ নং দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের গাছি বাড়ির সামনে ব্রিজের উপর। স্থানীয় লোকজন মিন্টুকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় মাইজদি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু গত ২৮শে নভেম্বর সাদিয়া আক্তার রুমার আপেল মার্কায় নির্বাচনে কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রুমা নির্বাচনে হেরে যাওয়ার সূত্র ধরে বিজয়ী প্রার্থী মো. সোহাগ হোসেনের কর্মী আইয়েনগর হাজী বাড়ির হাসান পাটোয়ারীর ছেলে সোহেল, খোকন মিয়ার ছেলে শুভ, আবদুল্যার বখাটে ছেলে নাছির, জামাল হোসেনের ছেলে রায়হান, আরমান, জহিরসহ বেশ কয়েকজন মিন্টুকে ঘটনাস্থলে একা পেয়ে বেদম মারধর করে ক্ষুর দিয়ে গলা কাটার চেষ্টা করে। এ সময় মিন্টু চিৎকার দিলে লোকজন ছুটে আসলে তিনি প্রাণে রক্ষা পান। মিন্টুর স্ত্রী নার্গিস সুলতানা জানান, মিন্টুকে রামগঞ্জ সরকারি হাসপাতাল থেকে নোয়াখালীতে জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখনো অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর