× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে মুজাহিদ কমিটির বার্ষিক মাহফিল শুরু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার

বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে বুধবার বাদ আসর আলীয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়। আগত মুসল্লিদের জিকির ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, ‘দ্বিনী মাহফিল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহ্‌র সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য।’ এ সময় আগত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখানে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’ আলীয়া মাদ্রাসার মাঠের এ বছরের বার্ষিক মাহফিলে সিলেট বিভাগ থেকে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। মাহফিলে আগতরা বয়ান শোনার পাশাপাশি মাঠে অবস্থান করে জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও নফল ইবাদতে মশগুল থাকবেন ১, ২ ও ৩রা ডিসেম্বর বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিন। শুক্রবার রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে। বিশেষ অতিথি হিসেবে মাহফিলে বয়ান পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খুল হাদিস মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) হযরত মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী, অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল আওয়াল, অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আলহাজ ডা. সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম), হযরত মাওলানা আহমদ আলী, হযরত মাওলানা ফয়জুর রহমান, হযরত মাওলানা আবদুল হক, হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম, হযরত মাওলানা রেজাউল করিম, হযরত মাওলানা রেজাউল করিম আবরার সিলেট।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর