বাংলারজমিন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২০২১-১২-০৩

রাজধানীর ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। গতকাল বিকালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলর ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আজমতউল্লা খান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, প্যানেল মেয়র আব্দুল আলীম ও এডভোকেট আয়েশা আক্তার উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়ার পর আসাদুর রহমান কিরণের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকালে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে নগর ভবনের হলরুমে অনুষ্ঠিত এক সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। সভায় তিন বছর ধরে বঞ্চিত ঠিকাদারদের লাইসেন্স নবায়ন, চলমান উন্নয়ন প্রকল্প গতিশীল করা এবং নগরের সকল ওয়ার্ডে নতুন প্রকল্প গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত আগে ২৮শে নভেম্বর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসাদুর রহমান কিরণ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে আসাদুর রহমান কিরণসহ তিনজনকে প্যানেল মেয়র হিসেবে মনোনীত করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status