বাংলারজমিন

সোনাগাজীতে দক্ষিণ আফ্রিকা ফেরত যুবকের বাড়িতে লাল পতাকা

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

২০২১-১২-০৩

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নে দক্ষিণ আফ্রিকা ফেরত এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানিয়েছে প্রশাসন। গত বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত প্রবাস ফেরত ওই যুবকের বাড়িতে লাল পতাকা টাঙান। একইসঙ্গে ওই প্রবাসীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেন।
প্রবাসী যুবকের নাম এনামুল হক। তিনি উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম এলাকায় ইসহাক মুক্তার বাড়ির করিমুল হকের ছেলে। গত ২৬শে নভেম্বর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন। ইউএনও বলেন, বুধবার দুপুরে আফ্রিকা থেকে এনামুল হক নামে ওই বাংলাদেশি সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকার নিজ বাড়িতে এসেছেন বলে জানতে পারি। পরে তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক খোকনসহ ইউপি সদস্য ও গ্রামপুলিশ পাঠিয়ে তার বাড়িতে কোভিড-১৯ সংযুক্ত লেখা লাল পতাকা টাঙানোসহ কঠোর হোম কোয়ারেন্টিন নিশ্চিতের জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি উপজেলার কোথাও আর কেউ আফ্রিকা থেকে দেশে আসলে দ্রুত তার সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলা হয়েছে। বগাদানা ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন বলেন, ইউএনও’র নির্দেশে তার বাড়ি লকডাউন করাসহ তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোয়ারেন্টিনে থাকাকালে তার কোনো সহায়তার প্রয়োজন হলে আমাদের অবহিত করার জন্য বলেছি। দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসী এনামুল হক বলেন, গত নভেম্বর মাসের ১৭ তারিখে আমি বাংলাদেশ আসার জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিমান বন্দরে প্রবেশ করলে কর্তৃপক্ষ আমাকে ৮ দিন কোয়ারেন্টিনে রাখেন। পরে ২৬শে নভেম্বর বিমানে ওঠার অনুমতি দিলে দেশে ফেরত আসি। তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার যে এলাকায় আমি ছিলাম সেখানে ওমিক্রন সংক্রমণ ছিল না। দেশে ফেরা পর সতর্কতার জন্য প্রশাসনের নির্দেশনা মেনে চলছি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status