× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মখলিছুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার

মৌলভীবাজার জেলার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আলহাজ মো. মখলিছুর রহমান ডিগ্রি কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কলেজের খেলার মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক বৃটিশ কাউন্সিলর এমএ রহিম (সিআইপি) এর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভিপি আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩৬) সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, কলেজের আজীবন দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মুজিবুর রহমান মুজিব, কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে উচ্চ শিক্ষার আলো প্রজ্বলিত করতে এই কলেজটির অবদান অনস্বীকার্য। কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে শতভাগ ভালো ফলাফল করে জেলার মধ্যে অন্যতম কলেজ হিসেবে সুনাম অর্জন করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রা চলছে সে পথকে তৃণমূল পর্যায়ে ত্বরান্বিত করতে ও পিছিয়ে পড়া জনপদের হতদরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ করে দিয়ে এম এ রহিম ও তার পরিবার এগিয়ে এসেছেন। সেজন্য আমরা তাদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে শিক্ষায় নিজেকে নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে সুযোগ্য করে গড়ে তুলতে সক্ষম সে সুশিক্ষাই তোমাদেরকে অর্জন করতে হবে।
এদেশের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস জানতে হবে। দেশপ্রেম নিয়ে সুযোগ্য হয়ে আগামীতে দেশ চালাতে হবে।
উল্লেখ্য, এবছর ওই কলেজ থেকে ১৯৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর