× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

গুগলের ইউটার্ন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ডিসেম্বর ৩, ২০২১, শুক্রবার, ১০:৪৬ পূর্বাহ্ন

ওমিক্রন সংক্রমণের কারণে ইউটার্ন নিলো প্রযুক্তিবিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। আগামী ১০ই জানুয়ারি থেকে সপ্তাহে তিনদিন কর্মীদের কর্মক্ষেত্রে উপস্থিতি প্রত্যাশা করেছিল এ প্রতিষ্ঠানটি। করোনা মহামারির সময়ে কর্মীদের বাসায় বসে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছিল। অবশেষে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আগামী ১০ই জানুয়ারি থেকে তারা সপ্তাহে তিন দিন কর্মীদের অফিসে উপস্থিতি প্রত্যাশা করে। কিন্তু সেই অবস্থান থেকে তারা পিছু হটেছে। এর কারণ এরই মধ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হয়েছে। এর ফলে বিশ্বের দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ দেয়া হচ্ছে। এর ফলে দেখা দিয়েছে নতুন আতঙ্ক।
অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন এর ফলে মারাত্মক সংকট সৃষ্টি হতে পারে অর্থনীতিতে। আগামী বছর অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছিল, সেই গতি থেমে যেতে পারে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে সুচকের পতন হয়েছে। কমে গেছে তেলের দাম। গত সপ্তাহের শুক্রবারে প্রতি ব্যারেল তেলের দাম কমে যায় প্রায় ১০ ডলার। এমন অবস্থায় কর্মীদের অফিসে উপস্থিতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে গুগল। তারা বলেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট এর কারণে বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় কর্মীদেরকে অনির্দিষ্টকালের জন্য বাসা থেকে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার গুগলের নির্বাহীরা কর্মীদের প্রতি এ নির্দেশ দিয়েছেন । গুগল বলেছে কয়েক সপ্তাহের যুক্তরাষ্ট্রে তাদের কর্মীদের শতকরা প্রায় ৪৪ ভাগ অফিসে উপস্থিত হয়েছেন। তবে বিশ্বের অন্যান্য অংশে উপস্থিতির হার অনেক বেশি। উল্লেখ্য মহামারির সময় বাসা থেকে কর্মীদের কাজ করার নির্দেশ দেয়া প্রথম প্রতিষ্ঠান গুগল। বিশ্বের প্রায় ৬০ টি দেশের তাদের আছে প্রায় ৮৫ টি অফিস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর