× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ত্রধারী পুলিশের জিম্মায়, শঙ্কামুক্ত জাতিসংঘ সদরদপ্তর

অনলাইন

কূটনৈতিক রিপোর্টার
(২ বছর আগে) ডিসেম্বর ৩, ২০২১, শুক্রবার, ১০:৫৫ পূর্বাহ্ন

৩ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান আর টানটান উত্তেজনার অবসান ঘটেছে। জাতিসংঘ সদর দপ্তরের সামনে আচমকা সৃষ্ট জরুরি পরিস্থিতি এখন পুরোটাই স্বাভাবিক। স্থানীয় সময় বৃহস্পতিবার সদর দপ্তরের সামনে আত্মহননের হুমকি দিয়ে অবস্থানকারী অস্ত্রধারীকে অবশেষে পুলিশ তাদের হেফাজতে নিতে সমর্থ হয়েছে।

নিউইয়র্ক পুলিশ সেই অস্ত্রধারীকে নিবৃত্ত করতে তৎক্ষণাৎ জাতিসংঘ সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স, সিএনএন এবং এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট মতে, নিউইয়র্ক পুলিশের কৌশলী ভূমিকায় বিনা রক্তপাতে ওই ব্যক্তিকে আত্মসমর্পণে বাধ্য করা গেছে।

নিউইয়র্ক পুলিশের টুইট বার্তায় জানানো হয়েছে, ষাট বছরের কাছাকাছি বয়সের ওই ব্যক্তি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। ফলে সাধারণ মানুষের জন্য এখন আর কোনো হুমকি নেই।


উল্লেখ্য, আত্মসমর্পণের আগে অস্ত্রধারী ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। যেগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই এলাকা থেকে যানবাহন সরিয়ে নেয়ার সময় থেকে পুলিশ লোকটির সঙ্গে দফায় দফায় কথা বলার চেষ্টা করে।

জাতিসংঘের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সশস্ত্র পুলিশ ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে। তিনি দীর্ঘ সময় ধরে অস্ত্র হাতে ফুটপাতে হাঁটছিলেন।

এর আগে জাতিসংঘ বলেছিল, এলাকাটি সুরক্ষিত থাকায় জাতিসংঘের কোনো কর্মী বা সহযোগী বিপদে নেই। এই ঘটনায় জাতিসংঘের রুটিন কর্মসূচী বা বৈঠকাদিতে কোন বিঘ্ন ঘটেনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Kazi
৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ১:১৯

Weapons must be band in USA. At least license should be issued after background check.

অন্যান্য খবর