অনলাইন
চাঁদপুরে ঘুরতে এসে সড়কে প্রাণ হারালেন ৩ জন
চাঁদপুর প্রতিনিধি
২০২১-১২-০৩
চাঁদপুরের হাজীগঞ্জে এলাকায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের ৩জন আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- সুজন (৩০) মনির (৩৫) ও সোহাগ (৩৫)। নিহত সবাই কুমিল্লা চান্দিনার বেলাশর এলাকার বাসিন্দা। তারা চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন।
আজ শুক্রবার বেলা সোয়া ২টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের সঙ্গে আসা রাহিম জানান, তারা কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। ছয়জন ছিলেন দুটি মোটরসাইকেলে। পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছলে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা ৩জন যাত্রী রাস্তায় পড়ে যান। এসময় বাসটি তাদের উপর দিয়েই চলে যায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ বাজার থেকেই বাস এবং চালককে আটক করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সোয়া ২টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের সঙ্গে আসা রাহিম জানান, তারা কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। ছয়জন ছিলেন দুটি মোটরসাইকেলে। পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছলে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা ৩জন যাত্রী রাস্তায় পড়ে যান। এসময় বাসটি তাদের উপর দিয়েই চলে যায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ বাজার থেকেই বাস এবং চালককে আটক করা হয়েছে।