বাংলারজমিন
ঝিনাইদহে ছাত্রদলের সমাবেশ বিক্ষোভে পুলিশের বাধা
ঝিনাইদহ প্রতিনিধি
২০২১-১২-০৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে সমাবেশ করেছে ছাত্রদল। শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের কয়েকশ’ নেতাকর্মী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি এসএম শমেনুজ্জামান শমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান সাহেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেলে নেতাকর্মীরা কর্মসূচি সমাপ্ত করে।