বাংলারজমিন
তাহিরপুরে রাজাকারদের প্রতীকী ফাঁসি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০২১-১২-০৫
সুনামগঞ্জের তাহিরপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে রাজাকারদের প্রতীকী ফাঁসি দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পাক হানাদার ও রাজাকারদের প্রতীকী ফাঁসির মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি প্রমুখ।