বাংলারজমিন

টাঙ্গাইল-৭ উপনির্বাচন

নৌকার মাঝি শুভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২০২১-১২-০৫

আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিতব্য টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য খান আহমেদ শুভ। শুক্রবার বিকালে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত হওয়া গেছে। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রাতে আনন্দ মিছিল বের করে খান আহমেদ শুভ’র সমর্থকরা। শনিবার দুপুরে গাড়িবহর নিয়ে মির্জাপুর প্রদক্ষিণ করতে দেখা যায় খান আহমেদ শুভকে। এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত খান আহমেদ শুভ’র প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে ফোন ও ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া না দেয়ায় তার প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রসঙ্গত, গত ১৬ই নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাঙ্গাইল-৭ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন। ফলে আসনটি শূন্য ঘোষিত হয়। এরপর এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন চান তার স্ত্রী ঝর্ণা হোসেন, পুত্র ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। এ ছাড়াও মনোনয়ন চান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) খন্দকার এ হাফিজ, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status