বাংলারজমিন

গণফোরামের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন বকশী ইকবাল

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০২১-১২-০৫

গণফোরামের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বিশিষ্ট সাংবাদিক স্থানীয় দৈনিক বাংলার দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বকশী ইকবাল আহমদ। এর আগে তিনি গণফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি ও সমাজকর্মী হিসেবে জনমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি নতুন এই দায়িত্ব পালনে দলের নেতাকর্মীসহ সকলের সহযোগিতা চান। উল্লেখ্য, ৩রা ডিসেম্বর বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। অধিবেশনে বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা আলোচনা করেন। সাংগঠনিক অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়। বিষয় নির্বাচনী কমিটি সর্বসম্মতিক্রমে মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status