× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রাশিয়ায় রপ্তানি বাড়ানোর সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন

অর্থনৈতিক রিপোর্টার
(২ বছর আগে) ডিসেম্বর ৬, ২০২১, সোমবার, ৯:৩৯ অপরাহ্ন

ডাবল ট্যাক্সেশন ও ব্যাংকিং চ্যানেলের জটিলতা দূর হলে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনটিভিচ মানটিটস্কাই’র সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘রাশিয়া বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। রাশিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী। রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর প্রচুর সুযোগ আছে। উভয় দেশ উদ্যোগী হলে ব্যবসা বাড়ানো সম্ভব।'

তিনি বলেন, ‘রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের প্রচুর চাহিদা আছে। বাংলাদেশ রাশিয়ায় পণ্য রপ্তানি বাড়াতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ শেষ পর্যায়ে।
বিশ্বের অনেক দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করছে। অনেক প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত সব কাজ ও আনুষ্ঠানিকতা সহজে এবং দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য নিরাপদ ও আকর্ষণীয় স্থান। রাশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন।’

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতেও ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ রাশিয়ায় রপ্তানি করেছে ৬৬৫.৩১ মিলিয়ন ডলারের পণ্য। একই সময়ে আমদানি করেছে ৪৬৬.৭০ মিলিয়ন ডলারের পণ্য। বাণিজ্য ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর হলে রাশিয়ায় রপ্তানি আরও বাড়বে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর