× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা / মমতা পরেন ছেঁড়া চটি, ভাতৃবধূর সম্পত্তি কয়েক কোটির

কলকাতা কথকতা

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ডিসেম্বর ৭, ২০২১, মঙ্গলবার, ১১:৪৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 'হ্যাভ নট'দের তালিকায় পড়েন। তাঁর মাথার ওপর টালির ছাদ থাকলেও না আছে গাড়ি। না আছে বলার মত সোনার অলংকার। ছেঁড়া শাড়ি-চটি পরেই তিনি হিল্লি দিল্লি করেন। আর তাঁরই ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক। কাজরী সম্প্রতি পুরভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশন এর কাছে দাখিল করা হলফনামায় তাঁর বিপুল সম্পদের কথা জানা গেছে।

কাজরীর নটি জমি আছে কলকাতা, বীরভূম ও ওড়িশায় যার আর্থিক মূল্য এক কোটি ৪০ লক্ষ টাকা।
৪০০ গ্রাম সোনার অলংকার আছে কাজরীর যার মূল্য ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। হাতে নগদ অর্থের পরিমান ৫৬ হাজার ২৬৩ টাকা। পাঁচটি ব্যাংক একাউন্ট ধরে অস্থাবর এবং স্থাবর মিলিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায় এর সম্পদের পরিমান দু কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ টাকা।

হলফনামায় স্বামী সমীর বন্দ্যোপাধ্যায় (কার্তিক) এর সম্পত্তির পরিমাণও জানানো হয়েছে। কার্তিকের পাঁচটি সম্পত্তির পরিমান ৬১ লক্ষ ৬২ হাজার টাকা। ব্যাংকে কার্তিকের নামে জমা আছে ২৮ লক্ষ ৬২ হাজার ১২৪ টাকা। মমতার টালির ঘরে এই বিপুল সম্পদ দেখে চোখ কপালে উঠেছে অনেকের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Jalal Hussain
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১২:২৯

একেই বলে রাজনিতি। এই জগতে মানুষ চেনা কষ্টকর।

অন্যান্য খবর