× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার মুরাদ

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ডিসেম্বর ৭, ২০২১, মঙ্গলবার, ৬:০২ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পর ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ডা. মুরাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন জামালপুর জেলা আওয়ামী লীগের নেতারা। ওই বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ জানান, জামালপুর সরিষাবাড়ী উপজেলার ৪ আসনের এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগকারী, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন ডা. মুরাদ হাসান। তার উদ্ধত পূর্ণ আচরণ ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জামালপর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুরাদকে জামালপুর জেলা আওয়ামী লীগ বহিষ্কার করবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ডা. মুরাদ হাসানকে একদিনের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তথ্য প্রতিমন্ত্রীকে এ বার্তা দেয়ার পর মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র সচিবালয়ে পাঠিয়ে দেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Ahsan Rizvi Chowdhur
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:০৬

There was clear evidence of rapping or threat to rape in that phone call -verbal abuse is a sexual harassment and it is a criminal offence - who will ensure the justice? It was clear Murad using his power to take sexual advantage on celebrity- is it a requirement that media person has no right to preserve their integrity - they have to give their body and mind to so called leaders, MPs, Ministers or Dons?

আবুল কাসেম
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৬:৫৮

একজন চিকিৎসকের কাছে একজন রোগীর জীবন কিছুক্ষণের জন্য হলেও আশ্রয় খোঁজে, নিরাপদ আশ্রয়। কিন্তু, যার মধ্যে নৈতিকতার বালাই নেই তিনি কি কোনো রোগী বা অন্য যে কোনো মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য নির্ভরযোগ্য বিবেচিত হতে পারেন কিনা তা প্রশ্ন সাপেক্ষ নিশ্চয়ই এবং তিনি ডাক্তারি সনদ ব্যবহার করার অধিকার রাখেন কিনা তাও প্রাসঙ্গিক প্রশ্ন। নারী জাতির কুৎসা রটনা করে যে গুরুতর অপরাধ তিনি করেছেন তা ক্ষমার অযোগ্য কিনা তাও প্রাসঙ্গিক ভাবে সামনে চলে আসে। যে কেউ ফেসবুকে লাইক, শেয়ার ও কিছু একটা পোস্ট করলে হুহু করে মুহূর্তের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে দেখা যায়। এমনকি মান হানির মামলাও হয়ে থাকে। যিনি মোবাইল ফোনের প্রযুক্তি ব্যবহার করে অশ্রাব্য কথামালা দিয়ে নৈতিকতার স্খলন ঘটিয়েছেন তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বা মানহানীর কোনো মামলা হওয়ার খবর শোনা যায়নি। শুধু পাদ পদবি থেকে বহিষ্কার হওয়াই যদি উপযুক্ত শাস্তি গণ্য করা হয় তাহলে অন্যদের বেলায় মামলা হতে দেখা যায়। সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা ও মূল্যবোধ বজায় থাকুক।

Golam nabi
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৭:১৯

All the educational certificate should be ceased from him or canceled by board then at least the 1st . step may complete.

wow
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৬:৩২

ডাক্তার সনদ বাতিল করে, ডাক্তারী পেশার সন্মান রক্ষা করা হোক। ডাক্তার পদবীটা ওর নামের সাথে মানায় না।

অন্যান্য খবর