× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দুই নারী ক্রিকেটারের ওমিক্রন সংক্রমণ কিনা তা পরীক্ষা করছে আইইডিসিআর

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর ২০২১, বুধবার

জিম্বাবুয়ে থেকে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়েছে। এই দুজনের করোনায় আক্রান্তের ধরন ওমিক্রন কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ক্রিকেট বোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার সন্ধ্যায় আবারো তাদের নমুনা নিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
এ বিষয়ে আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন গণমাধ্যমকে বলেন, তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তারা ওমিক্রনে আক্রান্ত কিনা জিনোম সিকোয়েন্সিং করার পর জানা যাবে। কতোদিন পর জানা যাবে জিনোম সিকোয়েন্সিংয়ের ফল- এ প্রসঙ্গে পরিচালক বলেন, সময় লাগবে। তবে একটি সূত্র জানিয়েছে, সাত থেকে ১০ দিনের মতো সময় লাগতে পারে। জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের সবাই রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত তাদের বিষয়টি দেখছেন। সূত্র জানায়, আক্রান্ত দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখার পাশাপাশি অন্যদের বিষয়ে কী করণীয় তা দু’ একদিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়ে দেবে। তার আগ পর্যন্ত সব ক্রিকেটারই কোয়ারেন্টিনে থাকবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর