অনলাইন

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

২০২১-১২-০৮

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় সদরের কু-পুকুর ইউনিয়নের বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- লিমা (৮), রেশমা (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কু-পুকুর ইউনিয়নে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার রেজোয়ান হোসেনের শিশু পুত্র মমিনুর রহমান (৩), শিশু কন্যা রেশমা বেগম (৪) ও লিমা বেগম (৭) রেল লাইনে খেলা করছিল। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে শামিম আহমেদ (৩০) নামের এক যুবকও কাটা পড়ে। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status