× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডা. মুরাদের ফেসবুক স্ট্যাটাস /আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ডিসেম্বর ৮, ২০২১, বুধবার, ৬:০৪ অপরাহ্ন

আপত্তিকর বক্তব্য ও অশ্লীল কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন। বুধবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ক্ষমা চান তিনি। পোস্টে ডা. মুরাদ হাসান লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনা, আমি যে ভুল করেছি, তার জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আপনি যে সিদ্ধান্ত দেবেন, তা আমি সবসময়ই মাথা পেতে নেব আমার বাবার মতো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
ashraful
৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৭:৫৩

তোর কি আললাহ্.আছে যে তুই আললাহ্ উচচারন করিস

আব্দুল জব্বার
৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৬:২২

মন্তব্য করার মতো উপযুক্ত ভাষা জানা নেই।

Ashraful Alam
৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৪:৫৭

আল্লাহর ধরা এরকমই হয়

Mohammad Hoque
৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৪:২২

Allah said in the Quran that if you do wrong deeds it is against you, if you do right deeds , it is for your benefit. Fallen Murad is an example how bad activities result in shameful downfall. The rapists and wrong doers should take note.

আবুল কাসেম
৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৫:৩৮

বহু পুরনো একটি ফোক গান ছোট বেলা থেকে শুনে আসছিঃ 'ফান্দে পড়িয়া বগা কান্দে রে ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।। ফান্দে পড়িয়া বগা করে টানাটুনা ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।। ফান্দে পড়িয়া বগা করে হায়রে হায় ওরে আহারে দারুন বিধি সাথী ছাইড়া যায় রে।। আর বগা আহার করে ধল্লা নদীর পারেরে।। উড়িয়া যায় চখুয়ার পঙ্খী বগীক বলে ঠারে ওরে তোমার বগা বন্দী হইছে ধল্লা নদীর পারে রে।। এই কথা শুনিয়া রে বগী দুই পাখা মেলিল ওরে ধল্লা নদীর পারে যাইয়া দরশন দিল রে।। বগাক্‌ দেখিয়া বগিক কান্দে রে বগীক্‌ দেখিয়া বগা কান্দেরে।।'

অন্যান্য খবর