বাংলারজমিন

কিশোরগঞ্জে প্রায় পাঁচ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২০২১-১২-০৯

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী ১১ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জে ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ জন শিশুকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৩৪০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৮ হাজার ৫৯০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। গতকাল সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন (উপ-পরিচালক) ডা. মো. মুজিবুর রহমান।
তিনি জানান, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭৪৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৬ হাজার ৭৯৯ জন দায়িত্ব পালন করবেন। সভায় রিসোর্স পারসন ছিলেন সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক। এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মো. হেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক মু আ লতিফ বক্তব্য রাখেন। সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status