বাংলারজমিন

সিদ্ধিরগঞ্জে ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২০২১-১২-০৯

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে দুই নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলেন- মদিনা খান (১৯), হাসি আক্তার খুশী (২৭), সাজ্জাদ হোসেন (২৯) ও মো. মাসুদ রানা (২৭)। এরমধ্যে মদিনা খান গাজীপুরের জয়দেবপুরের শিববাড়ী এলাকার মো. ফরিদের মেয়ে, হাসি আক্তার খুশী ময়মনসিংহের ধোবাউড়ার তারইকান্দি এলাকার মো. রতনের মেয়ে, সোজ্জাদ হোসেন ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও মো. মাসুদ রানা শরীয়তপুরের ডামুড্যার শিধলকুড়া এলাকার মো. আলী হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩২ কেজি গাঁজা ও ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র‌্যাব-১১ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে মদিনা খানকে ৮ কেজি ও হাসি আক্তারকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার একই এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা ও ৩৫০ বোতল ফেনসিডিলসহ সাজ্জাদ হোসেন ও মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। সাজ্জাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া হাসি আক্তার খুশীর বিরুদ্ধেও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। গত ১৪ই নভেম্বর হাসি আক্তার খুশীকে ৪ কেজি গাঁজাসহ র‌্যাব-১১ গ্রেপ্তার করেছিল। পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status