× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বলিউডে করোনাকালেও ধনী অক্ষয়, শাহরুখ, বিরাট, শচীনও পিছিয়ে নেই

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ডিসেম্বর ২৮, ২০২১, মঙ্গলবার, ১০:২৩ পূর্বাহ্ন

দু'হাজার একুশ সালটা করোনাতেই কেটে গেল৷ কিন্তু, এই দুর্দান্ত করোনাকালেও এমন কিছু করিৎকর্মা পুরুষের সন্ধান মিলেছে যারা তাদের আয় বাড়িয়েছেন৷ ইলোন মাস্ক, জেফ বেজস, বিল গেটস, মুকেশ আম্বানি, গৌতম আদানিরা যেমন তাঁদের সম্পদ বাড়িয়েছেন, তেমনই বলিউড তারকা অক্ষয় কুমার এই করোনাকালে একশো পঁচাশি কোটি টাকা আয় করে সবার উপরে আছেন৷ রাজেশ খান্নার জামাই এর মোট সম্পদের পরিমাণ তিনশো পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার৷ শাহরুখ খানের ফ্লপ ছবি দেখে কেউ যদি ভাবেন তিনি করোনাকালে কম আয় করছেন৷ তাহলে ভুল ভাববেন৷ শাহরুখের দৈনিক আয় আশি হাজার ডলার৷

মোট সম্পদের পরিমাণ ছশো নব্বই মিলিয়ন মার্কিন ডলার৷ সিনে তারকাদের পাশাপাশি ক্রিকেটাররাও রেসে আছেন৷ বিরাট কোহলির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ছশো আটতিরিশ কোটি৷ খেলা ছেড়েছেন সেই ২০০৯ সালে৷ কিন্তু, শচীন করোনাকালে আয় করেছেন বাহাত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা৷ মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার তিনশো নব্বই কোটি টাকা৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়ও বেড়েছে৷ কিন্তু সেলেবদের তুলনায় তা অত্যন্ত কম৷ এই বছর মোদির আয় বেড়েছে বাইশ লক্ষ টাকা৷ মোট সম্পদের পরিমাণ তিন কোটি ন লক্ষ টাকা৷ চলতি বছরে গরীব হয়েছেন ডনাল্ড ট্রাম্প, জ্যাক মা, বিজয় মালিয়া, নীরব মোদি ও অনিল আম্বানি৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর