× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

তরুণ নির্মাতা রাহির বাজিমাত

ষোলো আনা

স্টাফ রিপোর্টার
২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

বাংলাদেশের তরুণ নির্মাতা রাহি আবদুল্লাহ জয় করেছেন ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘টেনর’ এনে দিয়েছে ‘বেস্ট ইয়াং ফিল্ম মেকার’- এর স্বীকৃতি। রাহি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

নভেম্বর মাসে রাহির টেনর ছাড়াও আরো একটি বাংলাদেশি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে। সম্প্রতি কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে নভেম্বর মাসে নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলোর নাম প্রকাশ করেছে।

এর আগেও ‘টেনর’ দেশ ও বিদেশের বেশ কয়েকটি ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। ইন্টারন্যাশনাল চিল্ড্রেন'স ফিল্ম ফেস্টিভ্যাল এর ১৪তম আসরে বেস্ট ফিল্ম আন্ডার ১৮ ক্যাটাগরিতে পুরস্কার পায় টেনর।

এছাড়া দক্ষিণ কোরিয়ার চাঞ্চিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল এ জুরি অ্যাওয়ার্ড, গিমপো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জিকসা ফিল্ম ফেস্টিভ্যাল, বিইউপি ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য সাবিরা কোল ফিল্ম ফেস্টিভ্যাল ও কলকাতার হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ মনোনীত হয় ‘টেনর’।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর