× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে ছাত্রীরা

শিক্ষাঙ্গন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ডিসেম্বর ৩০, ২০২১, বৃহস্পতিবার, ১২:৩৫ অপরাহ্ন
ছবিঃ জীবন আহমেদ

এবারো এসএসসি ও সমমানের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে আছেন নারী শিক্ষার্থীরা। এবছরের পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ১১৪২০৯৪ জন, ছাত্রীর সংখ্যা ছিল ১০৯৮৩০১। ছাত্র উত্তীর্ণ হয়েছে ১০৫৮৬২৮, ছাত্রী হয়েছে ১০৩৭৯১৮। উর্ত্তীণের হার ছাত্র ৯২.৬৯ শতাংশ ও ছাত্রীর হার ৯৪.৫০ শতাংশ। ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৬৫৭৫৪ ও ছাত্রী ৭০১৪৪ জন। জিপিএ-৫ প্রাপ্তের হার ছাত্র ৬.৪৪ ও ছাত্রী ৬.৮৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের গড় হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৮২.৮৭ ভাগ।
শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৫ হাজার ৪৯৪ টি। অন্যদিকে শূন্য পাশের সংখ্যা ১৮ টি প্রতিষ্ঠানে।

এবারের করোনার কারণে এবছরের পরীক্ষা সীমিত পরিসরে নেয়া হয়। পরীক্ষা হয় ৩ বিষয়ে। বাকী বিষয়গুলোর ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেয়া হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Kazi
৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১:২৭

পৃথিবীর যেকোনো প্রান্তে ছাত্রীদের ( মেয়েদের) শিক্ষার সাথে প্রধান কাজ রান্না । এটাতে যারা এগিয়ে থাকবে তারা ই পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত বলা যাবে । কারণ দিন শেষে চাকরি থেকে ঘরে ফিরে খেতে হবে । চাকরি ও করা হয় খেয়ে বেঁচে থাকার জন্য । ছেলেদের ও শিক্ষার সাথে সাংসারিক কাজ শিখতে হবে । একদিন চাকরি না পেলেও যেন নিজের কাজ করে পেটের ভাত যোগান সম্ভব হয়। কৃষি বাংলাদেশের অন্ন জোগায় ।

অন্যান্য খবর