× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা / সোশ্যাল মিডিয়ায় কুচুটে মিম অ্যাওয়ার্ড ভাইরাল, প্রাপক পনেরজন

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) ডিসেম্বর ৩১, ২০২১, শুক্রবার, ১০:৫০ পূর্বাহ্ন

নেহাতই খেলাচ্ছলে বর্ষশেষে ২০২১'র কুচুটে মিম অ্যাওয়ার্ড ঘোষণা করল কোনও মস্তিস্ক। কয়েকঘন্টায় সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ভাইরাল হল। আজ বর্ষশেষের দিনটিতে মানবজমিনের পাঠকদের সঙ্গে এই বার্তা ভাগ না করে পারছিনা। বলাই বহুল্য, এই বক্তব্যের সঙ্গে প্রতিবেদকের কোনও সম্পর্ক নেই। প্রতিবেদক এক্ষেত্রে শুধু পরিবেশনকারী।

কুচুটে মিম আওয়ার্ডের প্রথম ক্যাটাগরি অভিনয়ে। আর এ ব্যাপারে কুচুটে মিম অ্যাওয়ার্ড খেতাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা আর একটা খেতাব পেয়েছেন, সেরা প্রতিশ্রুতির জন্য। বর্ষ সেরা ব্যাবসায়ীর সম্মান পেয়েছেন পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কুচুটে মিম অ্যাওয়ার্ড দাতারা জানিয়েছেন কয়লা, বালির ব্যাবসার জন্য এই পুরস্কার। সেরা নামকরণকারী হয়েছেন যোগী আদিত্যনাথ। সেরা কার রেসিং এর পুরস্কার পেয়েছেন কৃষকদের মিছিলের ওপর গাড়ি চালিয়ে কৃষক হত্যায় ধৃত মন্ত্রীপুত্র আশীষ মিশ্র।

বাংলার নির্বাচনে পাত পেতে খাওয়ার নজিরের জন্যে অমিত শাহকে দেওয়া হয়েছে বর্ষাসেরা ভোজনরসিকের খেতাব। সেরা নৃত্যশিল্পীর খেতাব দুজনের তাঁদের বিখ্যাত তা তা থৈ থৈ নৃত্যের জন্য- শোভন, বৈশাখী। একটির পর একটি শিল্প বিলগ্নি করার জন্যে নরেন্দ্র মোদি সেরা সেলসম্যান এর তকমা পেয়েছেন। পদদলিত বিভাগে সেরার সম্মান তৃণমূলের যুব নেতা দেবাংশু বন্দ্যোপাধ্যায় এর।

একটির পর একটি পরিষেবা ও পণ্যের দাম বাড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেরা সেঞ্চুরিকারীর সম্মান পেয়েছেন। কিন্তু, সেরা ক্রিকেটার এর সম্মান বোর্ড সচিব জয় শাহর। বছরের সেরা হতভাগ্য করা হয়েছে বিজেপির রাজ্য সম্পাদক পদ থেকে অপসারিত সায়ন্তন বসুকে। সেরা অপমানিত ব্যাক্তির খেতাব রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সেরা কলঙ্কমোচন এর পুরস্কার পেয়েছেন তৃণমূল থেকে বিজেপি গিয়ে আবার তৃণমূলে ফেরৎ আসা রাজীব বান্দ্যোপাধ্যায়। সেরা ধান্দাবাজ নির্বাচিত হয়েছেন সি পি আই থেকে কংগ্রেস এ আসা কানহাইয়া কুমার। বর্ষসেরা পল্টিবাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে মুকুল রায়কে। বলাই বাহুল্য, সব কটিক্ষেত্রেই পান ইন্টেন্ডেড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর