× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মোদির বিরুদ্ধে রাহুলই কি কংগ্রেসের প্রধান মুখ?

ভারত

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) জানুয়ারি ১২, ২০২২, বুধবার, ১১:৫৭ পূর্বাহ্ন

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে যে ফলই হোক, রাহুল গান্ধী কি ২০২৪-এ নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেসের প্রধান মুখ? কংগ্রেস ২০২৪ এর জন্য যে ডিজিটাল প্রচার পরিকল্পনা করছে তা দেখে অন্তত তাই মনে হচ্ছে৷ এই প্যান্ডেমিকের সময়ে এবং তার পরেও ডিজিটাল মাধ্যম সব থেকে বড় অস্ত্র হবে এমনটা ধরে নিয়ে কংগ্রেস তাদের প্রচারের ডিজিটাল পরিকল্পনা করেছে৷ দুটি অ্যাপ তারা বাজারে আনছে৷ একটির নাম রাহুল কানেক্ট৷ অন্যটি কংগ্রেসের কর্মীদের সঙ্গে পার্টির সরাসরি সংযোগের কথা মাথায় রেখে৷

এই অ্যাপটির মাধ্যমেও পার্টি কর্মীরা তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন এমনকি তা রাহুলের কাছে সরাসরি৷ রাহুল কানেক্ট অ্যাপটি চালু করা হচ্ছে ২০২৪ এর সাধারণ নির্বাচনে কংগ্রেসের সমস্যা সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে৷ অ্যাপটির নাম বদল হতে পারে৷ কংগ্রেসের বরিষ্ঠ নেতাদের অনেকে চাইছেন অ্যাপটির নাম করা হোক- আর জি কানেক্ট৷ তাঁরা গান্ধী পদবিটি রাখতে চাইছে অ্যাপে৷ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আড়াইবছর আগেই কংগ্রেসের আইটি সেল এর ফেসলিফ্ট করা হচ্ছে৷

পেশাদার তরুণ তরুণীকে নিয়োগ করা হবে কংগ্রেসের ডিজিটাল সেল এর জন্য৷ হালচাল দেখে মনে হচ্ছে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ হিসেবে কংগ্রেস রাহুল গান্ধীকেই তুলে ধরবে৷ তবে, চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে এখনও অনেকটা ফাঁক৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর