বিনোদন

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন শারমীন

স্টাফ রিপোর্টার

২০২২-০১-১৪

২০১৬ সালে চ্যানেল আই-এর রিয়েলিটি শো ‘বাংলার গান’-এ চ্যাম্পিয়ন হয়ে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন সংগীতশিল্পী শারমীন। কিন্তু হঠাৎ করেই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হন তিনি। অসুস্থ হয়ে তাকে যেতে হয় হাসপাতালে। থাইরয়েডের সমস্যা থেকে শারমিনের শরীরে বাসা বেঁধেছিল নানা জটিলতা। ক্রমশ তার অবস্থা সংকটাপন্ন হয়। এক সময় তার রক্ত সঞ্চালনেও জটিলতা দেখা দেয়। নতুন খবর হলো, প্রায় দুই মাস চিকিৎসার পর সুস্থ হয়ে সম্প্রতি বাসায় ফিরেছেন এই গায়িকা। শারমীন বলেন, যারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে নিয়ে ভেবেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। এখন আমি অনেকটাই সুস্থ আছি। টানা প্রায় দুই মাস গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম। মহান আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছি। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। দোয়া করবেন আমার জন্য। শারমীন বলেন, আমার অসুস্থতাকালীন সময়ে যারা আমার পাশে ছিলেন এবং আমার জন্য দোয়া করেছেন সবার কাছে আমি সত্যিই চিরকৃতজ্ঞ। দোয়া করবেন যেন সুস্থ হয়ে বাংলা লোকগানকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি। শারমীনের অসুস্থতার সময় পাশে দাঁড়িয়েছিলেন সংগীতশিল্পীদের অনেকেই। একপর্যায়ে তার  পুরো চিকিৎসার দায়িত্ব নেয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এক ভিডিওতে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শারমীন। উল্লেখ্য, গত ৬ই নভেম্বর তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে গত ১৪ই নভেম্বর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। সেখানে প্রায় দেড় মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status