বিনোদন

‘আষাঢ়ে’ নিয়ে আবুল হায়াত

স্টাফ রিপোর্টার

২০২২-০১-১৪

বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নাট্যপরিচালক আবুল হায়াতের লেখালেখিতে বেশ ঝোঁক। তিনি নিয়মিতই লেখালেখি করেন। এমনকি শেষ কয়েক বছর নিয়মিত তার নতুন বই প্রকাশিত হচ্ছে অমর একুশে বইমেলায়। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। অভিনেতার ‘আষাঢ়ে’ নামের বইটি প্রকাশ করবে প্রিয় বাংলা প্রকাশন। এ ব্যাপারে আবুল হায়াত বলেন, বেশ কয়েক বছর ধরে বইমেলায় নিয়মিত আমার বই প্রকাশিত হয়ে আসছে। এবারো আসছে নতুন বই। আষাঢ়ে একটি গল্পের বই। ৩টি গল্প থাকছে এই বইয়ে। তিনি আরও বলেন, অভিনয়ই আমার সব। লেখালেখিটা করি শখের বশে। এখন শখ থেকে লেখালেখিটাও ভালোবাসা হয়ে গেছে। গত বছরের বইমেলায় আবুল হায়াতের লেখা ২টি বই প্রকাশ হয়েছিল। একটির নাম ছিল ‘স্বপ্নের বৃষ্টি’। অপরটির নাম ‘দুটি মঞ্চ নাটক’। আবুল হায়াতের প্রথম বই ‘আপ্লুত মরু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। তারপর থেকে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছেন তিনি। পত্রিকায় ‘এসো নীপবনে’ নামের কলামও লিখছেন দীর্ঘদিন। গল্প-উপন্যাসের বাইরে আত্মজীবনীও লিখছেন তিনি। নতুন সিনেমায়ও অভিনয় করছেন এই গুণী অভিনেতা। ‘অসম্ভব’ নামের সরকারি অনুদানের একটি সিনেমার প্রথম লটের শুটিং সম্প্রতি শেষ করেছেন। এটি অরুণা বিশ্বাস পরিচালনা করছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status