খেলা

ইনডিপেন্ডেন্স কাপের ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার

২০২২-০১-১৫

বিসিএল ইনডিপেন্ডেন্স কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ওয়ালটন সেন্ট্রাল জোন-বিসিবি সাউথ জোন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। সরাসরি দেখা যাবে ইউটিউবে। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ ইনডিপেন্ডেন্স কাপ। বিসিএলের লংগার ভার্সনে খেলা চারটি দলই অংশ নিয়েছে এতে। টেস্ট ফরম্যাটের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন তিন ম্যাচের দুটিতে জিতে উঠেছে ফাইনালে। সাউথ জোনও তিন খেলায় পেয়েছে সমান দুই জয়। কিছুদিন আগে অনুষ্ঠিত লংগার ভার্সনের ফাইনালে সাউথ জোন ৪ উইকেটে হেরে গিয়েছিল সেন্ট্রাল জোনের কাছে। ওয়ানডে টুর্নামেন্টে ওই হারের বদলা নেয়ার সুযোগ তাদের সামনে। সাউথ জোনে রয়েছেন জাতীয় দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমান। তৌহিদ হৃদয়, জাকির হাসান ও পিনাক ঘোষের মতো তরুণরা দলটির চালিকা শক্তি, যাদের প্রত্যেকেই ঘরোয়া লীগে ছড়াচ্ছেন আলো। রাউন্ড রবিন লীগে সেন্ট্রাল জোনকে হারের স্বাদ দিয়েছিল সাউথ জোন। ওই ম্যাচে ৭৮ বলে ৬৫* রানের ম্যাচজয়ী ইনিংস উপহার দেন তৌহিদ হৃদয়। এছাড়া পিনাক ঘোষ করেন হাফসেঞ্চুরি। অধিনায়ক জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪০ রান। বল হাতে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ৪ উইকেট। সেন্ট্রাল জোনের প্রধান আকর্ষণ সাকিব আল হাসান থাকছেন না ফাইনালে। পুরোপুরি ফিট না থাকায় দুই ম্যাচ খেলেই ঢাকায় ফিরে আসেন সাকিব। তবে অভিজ্ঞ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও আব্দুল মজিদ রয়েছেন দলে। বল হাতে আবু হায়দার রনি, হাসান মুরাদ ও মৃত্যুঞ্জয় চৌধুরীরা ভালো করছেন। অধিনায়ক মোসাদ্দেকও একটি ম্যাচে ব্যাটে-বলে জিতিয়েছেন দলকে। সবমিলিয়ে জমজমাট একটা ফাইনালই প্রত্যাশা করছে সবাই।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status