কলকাতা কথকতা
কলকাতা কথকতা
পুরভোট পিছিয়ে গেল, নতুন তারিখ ১২ই ফেব্রুয়ারি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২২-০১-১৫
লাগামছাড়া কোভিড সংক্রমণের জেরে পশ্চিমবঙ্গের চারটি পুর নিগমের নির্বাচন পিছিয়ে গেল। ভোটের নতুন তারিখ ১২ই ফেব্রুয়ারি ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগেই জানিয়ে দিয়েছিল যে, ভোট স্থগিত করা হলে তাদের আপত্তি নেই। বস্তুত, কোর্টের নির্দেশেই রাজ্য নির্বাচন কমিশন ভোট পেছানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।
উল্লেখযোগ্য, শনিবার সকালে কলকাতা হাইকোর্ট জানায়, নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে পারে l রাজ্য এরপর ভোটের তারিখ বদলে ১২ই ফেব্রুয়ারি করে । হাইকোর্টে ভোট নিয়ে একাধিক জন্যস্বার্থের মামলা দাখিল হয়।