× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মেশিন নষ্ট, ৮টায় দাঁড়িয়েও ভোট দিতে পারছেন না তারা

অনলাইন

পিয়াস সরকার, বন্দর থেকে
(২ বছর আগে) জানুয়ারি ১৬, ২০২২, রবিবার, ১০:৪৬ পূর্বাহ্ন

সকাল ৮টা থেকে দাঁড়িয়ে আছেন একদল মহিলা। বন্দরের একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি তারা। সালমা খাতুন বলেন, সকাল ৮টায় লাইনে দাঁড়াইছি। তখন আমার সামনে ছিল ৭ জন। এখনো আমার সামনে ৪ জন। কয়েকজন অসুস্থ মানুষ খালি ঢুকছে। তাইলে এত সময় তারা করতেছে কি?

তিনি আরও বলেন, আমাদের কি আর কোন কাম কাজ নাই? কতক্ষণ দাঁড়ায় থাকব? মেশিন নষ্ট হইলে পালটায় দিক।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পারার কথা জানান আরো অনেকেই।
আইভি খাতুন বলেন, সাড়ে ৮টা থেকে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছি না। অন্য লাইনের ভোটাররা ভোট দিয়া চলে যাচ্ছে, আমাদের লাইন আগায় না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Evan
১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ১২:৪৭

এখানে সরকারের কি করার। election commission সম্পুর্ণ independent. So,ভোট সংক্রান্ত যে কোন সম্যসা দেখার দায়িত্ব EC. দায়ভারও তাদের।

Shobuj Chowdhury
১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ১০:৫৭

A rehearsal for a game plan to be implemented in the next general election.

অন্যান্য খবর