× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতের টেস্ট ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রোহিত শর্মা

খেলা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
১৬ জানুয়ারি ২০২২, রবিবার

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাঁর উত্তরসূরি খোঁজার চেষ্টায় নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ নির্ভরযোগ্য সূত্রের খবর, শেষ মুহূর্তে কোনো ওলোটপালোট না হলে ভারতীয় টেস্ট দলের নতুন ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা৷ ইতিমধ্যেই রোহিত ভারতের টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেট দলের অধিনায়ক৷ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় বোর্ড তাঁকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিলো৷ অঘটন না ঘটলে লাল বলের ক্রিকেটেও অধিনায়ক হচ্ছেন রোহিত৷ আরও তিনটি নাম উঠে এসেছে আলোচনায় - কে এল রাহুল, ঋষভ পন্থ ও শ্রেয়স আয়ার ৷ মুম্বাই ইন্ডিয়ান্সকে আই পি এলে পাঁচবার ট্রফি দেওয়া রোহিতের মতো রাহুলেরও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে৷ বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিতে রাহুল দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্বও দেন ৷ কিন্তু, তা সত্ত্বেও কে এল রাহুল নির্বাচকদের নম্বর পাচ্ছেন না তাঁর লাইফস্টাইল এর জন্যে৷ অবসর সময়ে অকৃপণ মদ্যপানের রেকর্ড, বলিউড অভিনেতা সুনীল শেটির মেয়ের সঙ্গে লিভ ইন সম্পর্ক তাঁর স্বচ্ছ ইমেজের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে৷ ঋষভ পন্থকে অনেকে দ্বিতীয় মাহেন্দ্রা সিং ধোনি বললেও তাঁর সেই পরিণতি হয়নি বলেই মনে করছেন নির্বাচকরা ৷ শ্রেয়াস আয়ার চতুর্থ বাছাই এই দলনেতার পদের জন্যে, কিন্তু দলের অন্যদের কাছে আয়ারের গ্রহণযোগ্যতা কতটা তাই নিয়ে নির্বাচকরা ধন্দে ৷ সুতরাং, বিরাট কোহলির জায়গায় দু'হাজার আঠারো সালে অধিনায়ক হিসেবে এশিয়া কাপ জেতা রোহিত শর্মাকেই দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি ৷ প্রশ্ন একটাই, রোহিতের নেতৃত্বে বিরাট কোহলিকে দেখা যাবে তো?
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর