বাংলারজমিন

দাউদকান্দিতে আওয়ামী লীগের মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

২০২২-০১-১৬

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ব‍্যানারে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
রবিবার দুপুরে দাউদকান্দি মডেল থানাস্থ স্থানীয় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে আগত নেতা-কর্মীরা দাউদকান্দি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তারা তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম‍্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন চেয়ারম‍্যান নোমান সরকার, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম‍্যান মইন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ, যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, মেহেমুদ চৌধুরী, মামুন বেপারি, খাজা প্রধান, ছাত্রলীগের রাজিব মোল্লা প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status