বাংলারজমিন

নবাবগঞ্জে সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২০২২-০১-১৭

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে উৎসব মুখর পরিবেশ অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন ও হয়রানিমুক্ত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান। আমাদের দোহার-নবাবগঞ্জের অভিভাবক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির হস্তক্ষেপ কামনা করছেন। নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান। গতকাল বেলা ১২টায় নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন  জয়-পরাজয় নির্ধারণ আল্লাহ করে রেখেছেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতীক বরাদ্দের দিন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লার ওপর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পলাশ চৌধুরীর নির্দেশে তার সমর্থকরা হামলা চালায়। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন অন্য কোনো প্রার্থীর ওপরে এ রকম ন্যক্কারজনক ঘটনা না ঘটে। এ ব্যাপারে এমপি মহোদয়সহ স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই সময় আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ মোতালেব, মো. আওয়াল, আনোয়ার হোসেন, সাবেক মেম্বার হাবিবুর রহমান হবি, সাইদ জামান বকুল প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status