বাংলারজমিন

শরণখোলায় সন্ত্রাসী হামলায় দিনমজুর গুরুতর আহত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

২০২২-০১-১৭

বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. হোসাইন মামুন ওরফে সুমন হাওলাদার (৩৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আউয়াল মল্লিকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের সুমনের সঙ্গে প্রতিবেশী ফরিদ খান ও বেল্লাল খানের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা চৌরাস্তা থেকে বাড়ি যাবার পথে একই গ্রামের কবির খানের পুত্র ফরিদ খান ও মোতালেব খানের পুত্র বেল্লাল খানের নেতৃত্বে ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার প্রতক্ষ্যদর্শী মো. সিদ্দিকুর রহমানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাত ১০টার দিকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস.এম ফয়সাল আহমেদ জানান, আহত সুমনের হাতে ও পায়ে গুরুতর জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status