বাংলারজমিন
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২০২২-০১-১৭
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগায় একযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৭ জন। নিহতের নাম আনোয়ার হোসেন শুভ (২৬) ওরফে বাবু। তার পিতার নাম মৃত মুজিবুর রহমান। হতাহতরা নরসিংদী পৌর এলাকার বাসিন্দা। গত ১৬ই জানুয়ারি রোববার ভোর ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
জানা যায়, নরসিংদী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় আনোয়ার হোসেন শুভ (২৬) ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন ৭ জন। তারা হলেন- নাজমা আক্তার, মুহাম্মদ নুরু, নাদিয়া, রঞ্জনা আক্তার, মোবারক হোসেন, বৃষ্টি ও কফিল উদ্দিন। লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত কক্সবাজারমুখী মাইক্রোবাস ও নিহত শুভ দোহাজারী পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, নরসিংদী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় আনোয়ার হোসেন শুভ (২৬) ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন ৭ জন। তারা হলেন- নাজমা আক্তার, মুহাম্মদ নুরু, নাদিয়া, রঞ্জনা আক্তার, মোবারক হোসেন, বৃষ্টি ও কফিল উদ্দিন। লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত কক্সবাজারমুখী মাইক্রোবাস ও নিহত শুভ দোহাজারী পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।