বাংলারজমিন
সীতাকুণ্ডে তেলবাহী ট্যাংকলরি থেকে যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২০২২-০১-১৭
সীতাকুণ্ডে তেলবাহী ট্যাংকলরি থেকে নুরুল ইসলাম (২৩) নামের রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার সময় পৌরসভার বটতল এলাকায় সীতাকুণ্ড ফিলিং স্টেশনে রাখা উক্ত তেলবাহী ট্যাংকলরি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নুরুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী থানার মহেশ্বর গ্রামের বদিয়াল জামানের পুত্র। জানা যায়, শনিবার রাতে একটি ফিলিং স্টেশনে তেলের ট্যাংকলরি রেখে ওই গাড়ির চালক বাবুল পালিয়ে যায়। এই অবস্থায় গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে ফিলিং স্টেশনের লোকজন গাড়িতে উঁকি দিয়ে দেখতে পান ড্রাইভারের পেছনের সিটে কম্বল পেঁচানো অবস্থায় রক্তাক্ত যুবকের লাশ। বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ওসি আবুল আজাদ বলেন, ফিলিং স্টেশনে পার্কিং করা লরির ভেতরে লাশ আছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। ঘটনাটি হত্যা না দুর্ঘটনা, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ড্রাইভার পলাতক রয়েছে।