× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধের কথা ভাবছি না: শিক্ষামন্ত্রী

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১৭ জানুয়ারি ২০২২, সোমবার

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না। গতকাল সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই কর্মসূচিতে ভাটা পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সংক্রমণের খবর পাইনি।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরও এ ব্যাপারে নজর রাখছে। করোনা বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগে আছি। এখনো ভাবছি না শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা।

কারণ যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে করোনা মোকাবিলা করতে হবে সেটাই সিদ্ধান্ত। অতএব, আমরা এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন আমরা সিদ্ধান্ত নেবো। এর আগে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, সরকারের শিক্ষানবিশ কর্মীগণকে সময়োপযোগী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে সক্ষম সর্বোপরি জনগণের সেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়ে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান। বুনিয়াদি প্রশিক্ষণ এর উপদেষ্টা ও কেন্দ্রের নাম্বার ডাইরেক্টিং ডক্টর মোহাম্মদ মহসীন আলী, সাব্বির আহমেদ উপ-পরিচালক আরপিটিসি। এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীগণ ২ মাস মেয়াদি প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর