× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইরিশদের রেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, সোমবার

ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেট বিশ্বের এক পরাশক্তির নাম। বাইশ গজের লড়াইয়ে যে কোনো প্রতিপক্ষের কাছেই সমীহ প্রাপ্য ক্যারিবিয়ানদের। উইন্ডিজদের সামনে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দুই দলের স্কোয়াড দেখলেই তা স্পষ্ট হয়। ওডিআইয়ের হেড টু হেড পরিসংখ্যানেও আইরিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১১ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় ছিল মাত্র ১টি। ২০১৫ সালের সেই জয়ের পর দীর্ঘ ৭ বছর পর গত ১৪ই জানুয়ারি ফের ওয়েস্ট ইন্ডিজকে হারায় আইরিশরা। সিরিজে সমতায় ফেরানোর পর তৃতীয় ম্যাচেও জয় পেলো আয়ারল্যান্ড, আর তাতে গড়লো অনন্য এক রেকর্ড।
প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পল স্টার্লিংরা।

সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানের জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচে ৩১ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় আইরিশরা।
ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন। ১২৮ রান ও দশ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিং করতে পাঠায় আইরিশরা। ৪৪.৪ ওভারে ২১২ রানে অলআউট হয় ক্যারিবিয়ানদের ইনিংস।
দলীয় সর্বোচ্চ ৫৩ রান করেন শাই হোপ। শেষদিকে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন জেসন হোল্ডার। আয়ারল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন ম্যাকব্রাইন। তিনটি উইকেট নেন ক্রেইগ ইয়াং।

জবাবে ৪৪.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ম্যাকব্রাইন। হ্যারি টেক্টরের ব্যাটে আসে ৫২ রান। অধিনায়ক স্টারলিং করেন ৪৪ রান।
আকিল হোসেন ও রস্টন চেজ তিনটি করে উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও তা বৃথা যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর