× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

দাউদকান্দি-চান্দিনা সার্কেল হিসেবে এএসপি ফয়েজের যোগদান

বাংলারজমিন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার

দাউদকান্দি-চান্দিনা সহকারী পুলিশ সুপার হিসেবে ফয়েজ ইকবাল যোগদান করেছেন। শনিবার (১৫ জানুয়ারি) বিকালে তিনি গৌরীপুরস্থ দাউদকান্দি-চান্দিনা সার্কেল কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিউল আলম ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম। ফয়েজ ইকবাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে গণিতে স্নাতক ও ২০১৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ৩৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশ করেন। রাজশাহীর সারদা থেকে পুলিশের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে ২০১৮ সালে তিনি কুমিল্লা জেলা পুলিশে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। সাফল্যের সাথে শিক্ষানবিস কাল সম্পন্ন করে স্পেশাল ব্রাঞ্চ ঢাকা যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চ হতে বিশেষ কাজে টিম ইনচার্জ রোহিঙ্গা পর্যবেক্ষণ টিমের প্রধান হিসেবে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বও পালন করেন। উল্লেখ যে, ফয়েজ ইকবাল ঢাকা স্পেশাল ব্রাঞ্চ থেকে দাউদকান্দি-চান্দিনা সার্কেল হিসেবে যোগদান করেছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর