× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলমাকান্দায় মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

বাংলারজমিন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, বুধবার

নেত্রকোনার কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল সকালে নিকুঞ্জ মণ্ডল স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন তাদের হুমকি-ধমকিসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে। জানা গেছে, উপজেলা সদরের ডোয়ারিকোনা এলাকায় ৭ শতক জমি নিয়ে ভজন চন্দ্র দাসদের সঙ্গে প্রতিবেশী ধীরেন্দ্র মণ্ডলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ভজন দাসদের দাবি, ওই জায়গাটি তারা ওয়ারিশানামূলে পেয়েছেন। আর ধীরেন্দ্র মণ্ডলদের দাবি, জায়গাটি তাদের দাদা সুধীন্দ্র চন্দ্র ১৯৫৩ সালে মূল মালিক পানাই রাম দাসের কাছ থেকে কিনেছেন। বর্তমানে ধীরেন্দ্র মণ্ডল ও তার ভাই বীরেন্দ্র মণ্ডল এই জায়গার মালিক। দুই ভাইয়ের নামে ১৯৮২ সাল থেকে জায়গার মাঠ রেকড (বিআরএস) রয়েছে।
গত বছর ওই জায়গায় একটি দোকানঘর করে বীরেন্দ্র মণ্ডল স্যানিটারি মালামাল রেখেছিলেন।
 কিন্তু- গত ৮ই জানুয়ারি ভজন দাস ও সুজন দাসসহ তাদের লোকজন ঘরসহ জায়গাটি দখলে নিয়ে মালামাল লুট করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি ও আহত হয়। পরে দুই পক্ষই পৃথকভাবে থানায় মামলা করেন। এ ব্যাপারে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো দেখিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর