× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সৌম্যসহ করোনায় আক্রান্ত বেশ কয়েকজন

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২২, বুধবার

বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৮ম আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র ২ দিন। তার আগেই করোনার ধাক্কা লাগতে শুরু করেছে এই আসরে। প্রথম দফায় টেস্টে বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। যদিও তারা নাম প্রকাশ করেনি। তবে বিশেষ সূত্রে জানা যায় শনাক্তের তালিকায় রয়েছেন দেশের তারকা ক্রিকেটার সৌম্য সরকারও। সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন সৌম্য। এছাড়াও গতকাল সব দলের ম্যানেজম্যান্ট ও ক্রিকেটারের করোনা টেস্ট হয়েছে। তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল জানা যাবে আজ।
তবে সংশ্লিষ্টদের দাবি, করোনার প্রভাব পড়বে না বিপিএলের এই আয়োজনে। আসরকে ঘিরে তৈরি করা হয়েছে কোভিড সুরক্ষা ব্যাবস্থা। জানা গেছে যারা আক্রান্ত হবেন তারা দলের সঙ্গে টিম হোটেলে উঠতে পারবেন না। তাদের থাকতে হবে আইসোলেশনে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘আসলে আমরা গতকাল থেকে বিপিএলের দলগুলোর সদস্যদের করোনা টেস্ট শুরু করেছি। প্রথম দিন ছোট একটা অংশের  কোভিড-১৯ টেস্ট হয়েছে। তাদের মধ্যে চার বা পাঁচ জনের মতো আক্রান্ত। আমরা নাম বা সঠিক সংখ্যাটা এখনই বলতে পারছি না। তবে বড় বিষয় হলো বিপিএলে এর প্রভাব পড়বে না। কারণ, যারা আক্রান্ত হচ্ছে তারা দলের সঙ্গে যোগ দিতে পারবে না। থাকবে আলাদাভাবে আইসোলেশনে।’
বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। প্রতিটি দলেই দেশি ছাড়াও থাকছে বেশ কয়েকজন করে বিদেশি ক্রিকেটার কোচ ও কোচিং ষ্টাফ। হঠাৎ করেই বাংলাদেশের করোনার পরিস্থিতিরও অবনতি হয়েছে। আবারো দেখা দিয়েছে মহামারি। এর মধ্যে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন হয়েছে নতুন আতঙ্কের নাম। এরই মধ্যে দেশের সরকার ও স্বাস্থ্য বিভাগ জারি করেছে নতুন করে বিধিনিষেধ। তাই শঙ্কা ছিল শেষ পর্যন্ত বিপিএল আয়োজন নিয়ে। তবে এবারের আয়োজন হচ্ছে। এ জন্য দেয়া হয়েছে কঠিন শর্ত। দেশি বিদেশি ক্রিকেটার ও স্টাফদের দুটি করে করোনা টেস্ট করাতে হবে। এতে নেগেটিভ হলে বিপিএলে অংশ নিতে পারবে। সেই সঙ্গে প্রত্যেকেরই থাকতে হবে দুটি কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার সার্টিফিকেট। আসরে করোনা সুরক্ষা নিয়ম নিয়ে সরকারের দেয়া নিদের্শ প্রসঙ্গে দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমারাতো সরকার ও স্বাস্থ্য বিভাগের নিদের্শেই দলগুলোর করোনা সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছি। সেই ক্ষেত্রে দেশি বিদেশি ক্রিকেটারদের ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। আর কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। আমরা এই নিয়মটাই অনুসরণ করছি। সব দলকেও আমরা নিয়মগুলো জানিয়ে দিয়েছি। যারা টিম হোটেলে বায়ো-বাবলে উঠবে তাদের সবাইকেই এই নিয়ম মানতে হবে। আর যারা আগে টেস্টে আক্রান্ত হবেন তারা বায়ো-বাবলে যুক্ত হতে পারবেন না।’
গতকাল খুলনা টাইগার্সের ক্রিকেটাররা করোনা টেস্ট দিয়েছিলেন। যারা পজেটিভ হয়েছেন তারা অনুশীলনে আসেননি। প্রথমবারের মতো খুলনা দল গতকাল মিরপুর শেরেবাংলার একামেডমির মাঠে অনুশীলনে যোগ দেয়। সেখানে ছিলেন না দলটির শীর্ষ তারকা সৌম্য সরকার। কয়েকটি সূত্রে জানা গেছে তিনি ও তার স্ত্রী দু’জনই করোনায় আক্রান্ত। তাই তার বিপিএলের শুরু থেকে খেলার সম্ভাবনা নেই। নেগেটিভ হলেই তিনি যোগ দিতে পারবেন দলের সঙ্গে। সূত্র জানায়, ‘সৌম্য করোনা পজেটিভ। তাই শুরু থেকেই দলের সঙ্গে পাওয়া যাচ্ছে না।’ অন্যদিকে মিডিয়া ম্যানেজার নাফিস ইকবাল খান মুখ খুলতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। তবে বিসিবি চাইলে জানাতে পারে।’ জানা গেছে সৌম্যসহ দলটির কয়েকজন করোনায় আক্রান্ত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর