× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শনাক্তের হার ২৪ শতাংশ / ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪০৭

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২২, বুধবার

লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। একদিনে ফের শনাক্ত প্রায় সাড়ে ৮ হাজার দাঁড়িয়েছে। শনাক্তের হার ২৪ শতাংশের কাছাকাছি। এখন প্রায় প্রতি চারজনে একজন করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। নতুন শনাক্তের ৭৫ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা।
এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৬৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬ হাজার ৬৭৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৫৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯১৬টি নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক  ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ১৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬ জন এবং নারী ১০ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪ জন রয়েছেন।  মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকায় ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৬ হাজার ৩০৩ জন। যা একদিনে মোট শনাক্তের ৭৪ দশমিক ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৬ হাজার ৫৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৫ জন, রাজশাহী বিভাগে ১৭৭ জন, রংপুর বিভাগে ৭২ জন, খুলনা বিভাগে ১৫৮ জন, বরিশাল বিভাগে ৪২ জন এবং সিলেট বিভাগে ২০৯ জন শনাক্ত হয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর