× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

হুইসেলের ‘লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি’ বইয়ের মোড়ক উম্মোচন করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষাঙ্গন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) জানুয়ারি ১৯, ২০২২, বুধবার, ২:০১ অপরাহ্ন

তথ্য-প্রযুক্তির মাধ্যমে শিশু-কিশোরদের বর্ণমালা শেখার বই ‘লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি’ এর বইয়ের মোড়ক উম্মোচন করলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল নামক তারুণ্য বিষয়ক একটি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির, অন্ট্রাপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান প্রমুখ।

‘লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি’ বইটি শিশু কিশোরদের বর্ণমালা শেখার একটি বই যেখানে বর্ণমালা শেখার সাথে সাথে তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হতে পারবে শিশুরা। বইটিতে প্রথাগত এ ফর অ্যাপল, বি ফর বল ইত্যাদি শব্দ ব্যবহার না করে এ ফর অ্যান্ড্রয়েড , বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার ইত্যাদি উদাহরণ ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয় শেখানো হয়েছে।

বইটির লেখক শামিমা বিনতে জলিল বলেন, এই বইটি ‘লার্ন উইথ অ্যালফাবেট’ শিশুদের প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা দিবে এবং প্রযুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ভাবতে শেখাবে।বইটি হুইসেলের ফেসবুক পেজ, ওয়েবসাইট, বিভিন্ন ই-কমার্স মার্কেটপ্লেস এবং স্টেশনারি শপগুলোতে পাওয়া যাবে।

এ বই প্রসঙ্গে হুইসেলের ভাইস চেয়ারম্যান মিঠু মোড়ল বলেন, আমরা চাই শিশু কিশোররা যাতে ছোটবেলা থেকেই টেকনোলজির সাথে পরিচিত হয়ে ওঠে। এই লক্ষ্যেই লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি বইটি লেখা হয়েছে।

‘লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি’ বইটির আইডিয়া উদ্ভাবক মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, গত তিন প্রজন্ম ধরে আমরা একই ধরণের শিক্ষায় শিক্ষিত হচ্ছি। কিন্তু বর্তমানে টেকনোলজি ছাড়া সামনে এগুনোর কথা চিন্তাও করা যায় না , তাই আমাদের শিশুদের শিশুকাল থেকেই টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ।

তিনি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করেন এই ধরণের বই যেন প্রাইমারি স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়।

হুইসেল এর সিইও আরেফীন দিপু বলেন, হুইসেল এর মাধ্যমে শিশুদেরকে টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য কিডস রোবোটিক্স , কিডস কোডিং, কিডস টেকনোলজি , কিডস প্ল্যানার , কিডস রাইটিং সহ আরো আধুনিক ও সমসায়িক শিক্ষা উপকরণ, ট্রেনিং ও বই খুব শীঘ্রই হুইসেল প্লাটফর্ম এর সাথে আসছে।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, শিশুদের আনন্দের সাথে তথ্যপ্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে লার্ন টেকনোলজি উইথ অ্যালফাবেট বইটি সহায়ক হবে। এসময় তিনি এই বইটি সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং বইটির সাফল্য কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন হুইসেল এর হেড অফ প্রডাক্ট ডেভেলপমেন্ট মাকসুদা হাসান তনিমা, হেড অফ মার্কেটিং মাজহারুল ইসলাম বেগ, হেড অফ এডমিন রায়হান চৌধুরী রনি, হেড অফ কোর্স ডেভেলপমেন্ট আনিকা নায়ার তূর্ণা, হেড অফ বুকশপ সিহাব আহমেদ স্বাধীন এবং প্রজেক্ট কো অর্ডিনেটর খালিদ সাইফুল্লাহ্।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর