× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রতি চারজনে একজন শনাক্ত /নতুন শনাক্ত ৯৫০০, আরও ১২ জনের মৃত্যু

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) জানুয়ারি ১৯, ২০২২, বুধবার, ৪:৪৭ অপরাহ্ন

দেশে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। দৈনিক শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ। নতুন শনাক্তের ৬৮ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৭৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৫০০ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৪০৭ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭৩ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৫৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩টি নমুনা সংগ্রহ এবং ৩৭ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ১৬ জন এবং নারী ১০ হাজার ১৬০ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের ৬ জন রয়েছেন।
মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ১২ জনের মধ্যে ৮ জন সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ৩ জন এবং বাসায় ১ জন মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৬৪৮৮ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৮ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৬৯৫২ জন, ময়মনসিংহ বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০৮ জন, রাজশাহী বিভাগে ২৮৬ জন, রংপুর বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ২৮৫ জন, বরিশাল বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৭৪ জন শনাক্ত হয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Mohiuddin Palash
১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ৫:৫০

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ !! লকডাউন দেয়া উচিত

Mohiuddin Palash
১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ৫:২৩

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ !! লকডাউন দেয়া উচিত

অন্যান্য খবর