বাংলারজমিন

রাণীনগরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি

২০২২-০১-২১

নওগাঁর রাণীনগরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় মো. পবন আলী (৩৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত মো. পবন নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামের মৃত তালেব আলী  প্রাণানিকের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ জানান, উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামে এক গৃহবধূকে মোবাইল ফোনের মাধ্যমে ও পথেঘাটে প্রায় উত্ত্যক্ত করতো মো. পবন। এরই ধারাবাহিকতায় পবন বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে পশ্চিম বালুভরা গ্রাম এলাকায় এসে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে। এ সময় গৃহবধূর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পবনকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওসি শাহীন আকন্দ  জানান, কারাদণ্ডপ্রাপ্ত যুবক পবনকে বুধবার রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status