খেলা

বিপিএল

করোনায় আক্রান্ত বরিশালের ৩ জন

স্পোর্টস রিপোর্টার

২০২২-০১-২১

করোনার জেরে গত বছর হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। নানা স্বাস্থ্যবিধি মেনে এবার শুরু হয়েছে টুর্নামেন্টটির অষ্টম আসর। তাতেও করোনার প্রকোপ সামলানো সম্ভব হয়নি। টুর্নামেন্ট শুরুর আগেই পিসিআর পরীক্ষায় ৬ জনের করোনা ধরা পড়ে। এবার উদ্বোধনী ম্যাচে নামার আগে দুঃসংবাদ পায় ফরচুন বরিশাল। দলটির ৩ জন করোনা পজেটিভ হয়েছেন। খবরটি মানবজমিনকে নিশ্চিত করেন দলের মিডিয়া ম্যানেজার আলী সিকান্দার।

আজ থেকে শুরু হয়েছে বিপিএল। উদ্বোধনী ম্যাচে বরিশাল মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তার আগে করোনা আক্রান্ত হন- বরিশালের পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম, উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও ব্যাটার মুনিম শাহরিয়ার। আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

আলী সিকান্দার জানান, সোহান করোনা পজেটিভ শনাক্ত হন ১৭ই জানুয়ারি। ফাহিম ও মুনিমের করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে ১৮ই জানুয়ারি। পুনরায় তাদের করোনা পরীক্ষা হবে। সেখানে নেগেটিভ আসলে আক্রান্তরা যোগ দিতে পারবেন দলে। অন্যথায় বাড়ানো হবে তাদের আইসোলেশনের মেয়াদ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status