× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আজিযে চরিত্রের কণ্ঠাভিনয়ে রুবাইয়া

বিনোদন

স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০২২, শনিবার

দীপ্ত টিভির তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি‘ নাটকের প্রধান নারী চরিত্র আজিযে চরিত্রে কণ্ঠাভিনয় করেছেন রুবাইয়া মতিন গীতি। দেশপ্রেমিকের এক জ্বলন্ত উদাহরণ জননী জন্মভূমি সিরিজের আজিযে চরিত্রটি। যেকোনো যুদ্ধে নারীরা যে ধরনের নিপীড়ন নিগ্রহের শিকার হন তার সবগুলোই আজিযেকে প্রত্যক্ষ করতে হয়েছে। এ ব্যাপারে রুবাইয়া মতিন গীতি বলেন, এই চরিত্রের গভীরতা এত বেশি যে, আজিযের কণ্ঠাভিনয় করতে গিয়ে কখনো কখনো সেই গভীরতা যেন নিজেকেই ছুঁয়ে গেছে। আজিযের কণ্ঠে সদ্যোজাত সন্তান হারানো মায়ের আর্তনাদ এর অভিনয় করার বেশ কিছুদিন পরও একটা মন খারাপের আবেশ রয়েছিল। এই সংগ্রামী, দৃঢ়চেতা নারী সব সময় মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার আমাদের নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গণা মা বোনদের ত্যাগ-তিতিক্ষা। তাদের প্রতি শ্রদ্ধা বহুগুণ বেড়ে গেছে। আজিযে জেভদেতের একে অপরের প্রতি অকৃত্তিম প্রেমের অভিনয় করতে গিয়ে কখনো নীরবে চোখের পানি ফেলেছি আবার কখনো কান্না নিয়ন্ত্রণ করতে না পেরে রেকর্ডিং বন্ধ রেখে মনের আয়েশ মিটিয়ে কেদে গলা বসিয়ে ফেলেছি।
জননী জন্মভূমি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর