× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশকে ‘হাই পারফরম্যান্স’ দল বানাতে চান নতুন কোচ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ জানুয়ারি ২০২২, শনিবার

জাতীয় ফুটবল দলের ক্যাম্প নেই। কাজও নেই নতুন স্প্যানিয়ার্ড কোচ হাভিয়ের কাবরেরার। তাই আগের নির্ধারিত সফর হিসেবে গতকাল বিকালে ধানমণ্ডিতে ঢাকা আবাহনীর মাঠে ছুটে যান তিনি। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে পর্তুগিজ কোচ মারিও লেমোসের অনুশীলন দেখেন কাবরেরা। আবাহনীর কোচিং স্টাফ, ফুটবলারদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই হাভিয়েরের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। আর স্প্যানিয়ার্ড কোচ বলেন, শূন্য থেকে শুরু করে বাংলাদেশকে হাই পারফরম্যান্স দলের রূপ দিতে চান তিনি। কাবরেরা বলেন, ‘আমি শূন্য থেকে শুরু করবো।
একটি দলে বিভিন্ন প্যারামিটার থাকে। সেগুলো ধীরে ধীরে তৈরি করবো। হাই পারফরম্যান্স দল গঠনের জন্য মেডিকেল, সফটওয়্যারসহ বিভিন্ন বিষয়ের সমন্বয় প্রয়োজন।’ আবাহনী ক্লাবের অবকাঠামো ও অনুশীলন দেখে স্প্যানিশ কোচ হাভিয়েরের মনে ধরেছে। তার কথা, ‘বাংলাদেশের চ্যাম্পিয়ন একটি ক্লাব পরিদর্শন করতে পেরে ভালো লাগছে। ক্লাবটি বেশ সুন্দর ও অনুশীলন সুবিধাও ভালো। ভালো সময়ই কাটল এখানে এসে।’ তবে ভবিষ্যত শিষ্যদের জন্য বিশেষ কোনো টিপস বা পরামর্শ ছিল না, ‘আমি বিশেষ কিছু বলিনি। পরিচিত হলাম, কুশল বিনিময় হল।’ ফুটবলারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নই নাকি লক্ষ্য এই কোচের, ‘এই ফুটবলাররাই জাতীয় দলে খেলবে। তাদের সঙ্গে আমার সম্পর্ক উন্নয়ন করতে চাই। তাই ক্লাবে ক্লাবে পরিদর্শন খুব ভালো উদ্যোগ।’
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে আগে থেকেই চেনেন হাভিয়ের। জামালের নেতৃত্ব গুণের প্রশংসাও করেন নতুন কোচ, ‘জামাল ভূঁইয়া, তারিক কাজীকে আমি চিনি। বিশেষ করে জামালের নেতৃত্ব গুণ খুবই ভালো।’ পরিদর্শনের সময় নতুন কোচের সঙ্গে ছিলেন ঢাকা আবাহনীর ফুটবল ম্যানেজার ও ফেডারেশনের সদস্য সত্যজিত দাশ রুপু। তিনি কাবরেরার এই সফর সম্পর্কে বলেন, ‘নতুন কোচ লীগ শুরুর আগে ক্লাবগুলো পরিদর্শন করে খেলোয়াড় ও ক্লাব সংস্কৃতির একটি ধারণা পাবে। ৩রা ফেব্রুয়ারি থেকে লীগ শুরু হলে তিনি বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলা দেখবেন। যা তার দল গঠনে সহায়ক হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর