× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির হাসিমুখ, নতুন বছরে সব জিততে চায় পিএসজি

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, শনিবার

লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে তারকার হাট প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। আক্রমণভাগের সেরা তিন তারকার সঙ্গে  প্যারিসের দলটিতে আছেন আনহেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, সার্জিও রামোস মার্কিনহোসের মতো তারকারাও। তবুও যেন আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না প্যারিস সেইন্ট জার্মেইঁ। গত বছরের শেষদিকে করোনার কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। নতুন বছরে প্রথমবার স্কোয়াডে ফিরেছেন তিনি। আর এবার সম্ভাব্য সব শিরোপা জিততে চায় পিএসজি। এমন কথাই জানিয়েছেন দলটির অন্যতম বড় তারকা আনহেল ডি মারিয়া। পিএসজির  আর্জেন্টাইন উইংগার বলেন, ‘এই বছরটা খুব শক্তভাবে শুরু করছি আমরা।
সবাইকে টেনে একপাশে সরিয়ে রেখে আবার সবকিছু জেতার চেষ্টা নিয়েই মাঠে নামবো। ফ্রেঞ্চ লিগ এখন অনেক বেশি মজবুত, সব দল দারুণ খেলছে। এটা সহজ নয়। আমাদের শেষ মুহূর্তে গোল করতে ভাগ্য সহায়তা করেছে। যদি কোনো ফল না আসে সমালোচনা স্বাভাবিক। কিন্তু আমরা শতভাগ চেষ্টা করছি। সম্ভাব্য সব শিরোপাই জেতার চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ পর্যায়ে থেকে।’
ইনজুরি নিয়ে ডি মারিয়া বলেন, ‘সবাইকে ফিট রাখা ও একটা পারফেক্ট দল দ্রুত করে ফেলা কঠিন। এখানে অনেক মানসম্পন্ন ফুটবলার আছে, প্রতি বছর তার সঙ্গে নতুনরাও যুক্ত হচ্ছে। যদি আপনার কাছে পৃথিবীর সেরা দলও থাকে, এটা তখনও সহজ নয় যখন একে-অপরকে চিনবেন না। একবার সেটা হয়ে গেলে। সবকিছু নিজের মতো করেই চলবে।’
সর্বশেষ দলবদলে এফসি বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে পিএসজিতে যোগ দেন মেসি। তার এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়ার। লিগ ওয়ানে মাত্র এক গোল পাওয়া মেসিকে পিএসজিতে মানিয়ে নিতে সাহায্য করছেন ডি মারিয়া, জানিয়েছেন তিনি।
ডি মারিয়া বলেন, ‘মেসির সঙ্গে আগে থেকে সম্পর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ আমি তাকে জানি এবং এটাও জানি সে কোন জায়গাটাতে থাকে। সে বলের জন্য তাকিয়ে থাকে আর গোল করতে চায়। অথবা বলটা ধরে ওয়ান-অন-ওয়ান জায়গায় চলে যেতে চায়। ধীরে ধীরে মেসি নিজেকে খুঁজে পাবে।’
আর্জেন্টিনা জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে সদ্য করোনামুক্ত লিওনেল মেসিকে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। মিডিয়ার খবর, পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর অনুরাধেই মেসিকে বাইরে রেখে দল ঘোষণা করেছে আজেন্টিনার কোচ। আর্জেন্টিনা দল ঘোষণার পরদিনই পিএসজির দলগত অনুশীলনে ফেরেন লিওনেল মেসি । অনুশীলনে সতীর্থদের সঙ্গে দেখা যায় হাসিখুশি মেসিকে।
পিএসজির হয়ে সবশেষ তিনি মাঠে নেমেছিলেন গত ২২শে ডিসেম্বর। এরপর ছুটিতে গিয়েছিলেন আর্জেন্টিনায়, উদযাপন করেছেন বড় দিন। তবে এরপর করোনা শনাক্ত হওয়ায় আর মাঠে ফেরা হয়নি আর্জেন্টাইন মহাতারকার। আগামী ২৮শে জানুয়ারি ও ২রা ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এ সময়ে ফরাসি কাপের কঠিন এক লড়াইয়ের অপেক্ষায় রয়েছে পিএসজি। আগামী ৩১শে জানুয়ারি ফরাসি কাপের শেষ ষোল লড়াইয়ে নিসের মুখোমুখি হবে প্যারিস জায়ান্টরা। পরে ১৫ই ফেব্রুয়ারি  উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের আগুনে ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর