অনলাইন

শনাক্তের হার ৩২.৩৭

নতুন শনাক্ত ১৪৮২৮, আরও ১৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২০২২-০১-২৪

করোনার শনাক্তের হার দ্রুতই বাড়ছে। দৈনিক শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৩৮ জনে। নতুন শনাক্তের ৬৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১৪,৮২৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১০,৯০৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ৯৯৮ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৯৯টি নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক  ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ পুরুষ এবং ৬ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫০ জন এবং নারী ১০ হাজার ১৮৮ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের ১ জন, ৭১ থেকে ৮০ বছরের ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ২ জন রয়েছেন।  

মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকায় ৬ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন,  খুলনা বিভাগে ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১২ জন সরকারি হাসপতালে এবং ৩ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৯৪২৬ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৩ দশমিক ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায়  ঢাকা বিভাগে রয়েছেন ১০১৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৮৫ জন, রাজশাহী বিভাগে ৭৯৮ জন, রংপুর বিভাগে ২৫৪ জন, খুলনা বিভাগে ৬৮৮ জন, বরিশাল বিভাগে ২৫৭ জন এবং সিলেট বিভাগে ৫৪৮ জন শনাক্ত হয়েছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status